নড়াইলের গণহত্যা দিবস আজ
প্রকাশিত : ১১:২৫ এএম, ২৩ মে ২০১৬ সোমবার | আপডেট: ১১:২৫ এএম, ২৩ মে ২০১৬ সোমবার
নড়াইলের ইতনা গণহত্যা দিবস আজ।
১৯৭১ সালের এই দিনে ইতনা গ্রামের ৩৯ জন মুক্তিকামী মানুষকে গুলি করে হত্যা করে পাকিস্তানী হানাদারবাহিনী। বাড়িঘর লন্ডভন্ড করে আগুন জ্বালিয়ে দেয়। শহীদ পরিবারের অভিযোগ, নড়াইলে মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি স্মরণীয় দিন হলেও সরকারি উদ্যোগে ইতনা গ্রামে কোনো স্মৃতিস্তম্ভ নির্মিত হয়নি। নিহতের পরিবারগুলোও সাহায্য সহযোগিতা পাননি। এমনকি কবরগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হয়নি। তবে, এলাকাবাসীর উদ্যোগে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পাশে শহীদদের স্মরণে একটি নামফলক নির্মাণ করা হয়েছে।