ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৪ ১৪৩১

নেত্রকোণায় ভোটগ্রহন ২৮ মে

প্রকাশিত : ১১:২৫ এএম, ২৩ মে ২০১৬ সোমবার | আপডেট: ১১:২৫ এএম, ২৩ মে ২০১৬ সোমবার

২৮ মে পঞ্চম দফায় নেত্রকোণার পূর্বধলা ও দূর্গাপুর উপজেলার ১৮ ইউনিয়নে ভোটগ্রহণ হবে। সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনে জয়ী হতে নানা প্রতিশ্র“তিতে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। তবে সৎ ও যোগ্য ব্যক্তিকেই ভোট দেয়ার কথা বলছেন ভোটাররা। নেত্রকোণার পূর্বধলা ও দূর্গাপুর উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচার। গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সব দলের প্রার্থী। যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। উন্নয়নের নানা প্রতিশ্র“তি দিয়ে চাইছেন ভোট। জয়ের ব্যাপারে আশাবাদী প্রত্যেকেই। জনগণের সার্বিক উন্নয়নে যে কাজ করবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে জানিয়েছেন ভোটাররা। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন তৎপর রয়েছে বলে জানালেন নির্বাচন কর্মকর্তা। দুই উপজেলায় ১৮ ইউনিয়নে ৮৬ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ইউনিয়নগুলোতে ভোটার সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ১শ’ ৫৯ জন।