ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

খালেদা জিয়া অসুস্থ হওয়ায় দেখা করতে যাচ্ছেন না ফখরুল

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকায় তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন না দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শায়রুল কবির জানান, আজ বৃহস্পতিবার দুপুর ৩টার সময় পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা ছিল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কিন্তু চেয়ারপারসন অসুস্থ থাকায় তার সঙ্গে দেখা করতে যাবেন না মহাসচিব।
খালেদা জিয়া অসুস্থ, কারা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে কি না- জানতে চাইলে শায়রুল কবির জানান, আমাকে মহাসচিব জানিয়েছেন যে খালেদা জিয়া অসুস্থ। সে কারণেই তিনি দেখা করতে যাবেন না।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতির মামলায় রায় হয় গত ৮ ফেব্রুয়ারি। ওই রায়ে প্রধান আসামি খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। ওই দিন দুপুরেই তাকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।

এসএইচ/