ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

দেশের ভিক্ষুকরা পুরোপুরি পেশাদার: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৬:১৯ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

দেশে বর্তমানে যারা ভিক্ষাবৃত্তিতে আছে, তারা পুরোপুরি পেশাদার বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাই তাদের বদলানো যাবে না বলে মনে করেন তিনি। দেশে অভাব কমে আসায় ভিক্ষুকের সংখ্যা কমে গেছে বলে দাবি করেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে দুর্নীতি বিরোধী সপ্তাহ উপলক্ষে দুদকের ‘দুর্নীতি প্রতিরোধে শ্রেষ্ঠ কমিটির সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশে যাতে ভিক্ষুক না থাকে সেই চেষ্টাও সরকার করে যাচ্ছে। সরকার দেশে এমন একটি পরিবেশ তৈরি করতে চায়, যেখানে মানুষ নিজ থেকেই জাতীয় শুদ্ধাচার কৌশল গ্রহণ করবে। তখন মিথ্যা কথা বলার প্রয়োজন হবে না।

মুহতি বলেন, বর্তমানে দেশে ছয় লাখের মত ভিক্ষুক রয়েছে। তাদেরকে কোনোমতেই ভিক্ষাবৃত্তির বাইরে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। যতই আমরা সাহায্য করি, তারা আবার ভিক্ষাবৃত্তিতে ফিরে যায়।

বর্তমানে অভাবে কেউ মারা যাচ্ছে, এমন চিত্র নেই বলে দাবি করেন অর্থমন্ত্রী। বলেন, শেখ হাসিনা আবার ক্ষমতায় আসতে পারলে দেশে ভিক্ষাবৃত্তি বলে আর কিছুই থাকবে না।

তিনি বলেন, আমার বিশ্বাস, ভবিষ্যৎ প্রজন্ম যখন ‘শুদ্ধাচার কৌশল’ অনুসরণ করবে, তখন দুর্নীতির দায়ে শাস্তির প্রয়োজনও কমে আসবে।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীলের দেশের স্বীকৃতির পথে। আমরা সামাজিকভাবে এগিয়ে যাচ্ছি। আমাদের আরও উন্নতি হত, যদি আমরা লোভের কারণে দুর্নীতি বন্ধ করতে পারতাম।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যাদের মধ্যে দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, মহাপরিচালক (প্রতিরোধ) জাফর ইকবালসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা বক্তব্য দেন।

একে//টিকে