যুক্তরাজ্যকে ঐক্যবদ্ধ রাখার অঙ্গীকার থেরেসা মে’র
প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে গেলেও যুক্তরাজ্যকে ‘ঐক্যবদ্ধ আর শক্তিশালী’ রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। ইইউ থেকে ব্রিটেনের বের হয়ে আসা (ব্রেক্সিট) ইস্যুতে যুক্তরাজ্যের প্রদেশগুলোতে সফরের সময় এমন অঙ্গীকারের কথা জানান মে।
আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাজ্যকে সিদ্ধান্ত নিতে হবে যে, তারা ইউ এর সাথে থাকবে নাকি বের হয়ে আসবে।
আর সে কারণেই ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়ালেস এবং উত্তর আয়ারল্যান্ড সফরে আছেন যুক্তরাজ্য প্রধানমন্ত্রী থেরেসা মে। এসব প্রদেশের প্রতিনিধিদের সাথে ব্রেক্সিটের পক্ষে অথবা বিরুদ্ধ মত নিয়ে আলোচনা করছেন থেরেসা মে।
২০১৯ সালের ২৯ মার্চ ইউ থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে আসার কথা রয়েছে গ্রেট ব্রিটেনের। আর এ বের হয়ে আসা কেমন হতে পারে তার জন্য আগামী অক্টোবর মাসে দেশটির সংসদে একটি রূপরেখা তুলে ধরবের থেরেসা।
আজ বুধবার স্কটল্যান্ডের আয়ারশায়ারের একটি ফার্ম হাউস পরিদর্শনের মাধ্যমে যুক্তরাজ্য অন্তর্ভুক্ত স্টেটগুলোতে নিজের সফর শুরু করেন থেরেসা মে। এসময় তিনি বলেন, “আমাদের দেশের আইন, সীমানা আর অর্থ সম্পদসহ সবকিছুতে আমাদেরই নিয়ন্ত্রণ থাকবে। আপনারা ব্রেক্সিটে থাকতে চান আর নাই বা চান, যুক্তরাজ্য একটি শক্তিশালী এবং সংযুক্ত দেশ হিসেবেই থাকবে”।
এদিকে ব্রেক্সিট থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের বিরোধিতা করে আর ইইউ এর সাথে থাকার পক্ষে মত দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তিনি বলেন, “আর কয়েক মাস বাকি আছে। তবে চাইলে এখনও ব্রেক্সিট বন্ধ রাখা যায়। এখনও কিছুই পরিবর্তিত হয়নি”।
টিকে