ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

দক্ষিণ পূর্ব এশিয়ায় যৌথভাবে কাজ করবে উবার ও গ্র্যাব

প্রকাশিত : ১০:৫৬ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৪৬ পিএম, ৩১ মার্চ ২০১৮ শনিবার

দক্ষিণ পূর্ব এশিয় অঞ্চলে যৌথভাবে কাজ করবে উবার ও গ্র্যাব। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবারের সাথে সিঙ্গাপুর ভিত্তিক অন ডিমান্ড ট্যাক্সি সেবা দেওয়া গ্র্যাবের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়।

উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোশরোশাহী সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেন। এক ইমেইল বার্তায় তিনি জানান, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে গ্র্যাবের সাথে যৌথভাবে কাজ করবে উবার। যৌথ মালিকানায় উবারের ২৭ দশমিক ৬ শতাংশ অংশীদারিত্ব থাকবে। আর উবারের প্রায় পাঁচ শতাধিক কর্মী যুক্ত হবে গ্র্যাবের সাথে।

আন্তর্জাতিক বাজারে দিন দিন বেড়ে চলা প্রতিদ্বন্দ্বী আর প্রতিযোগিতায় টিকে থাকার কৌশল হিসেবেই এমন সিদ্ধান্ত উবারের।

গ্র্যাবের সাথে এই চুক্তির ফলে বাজারে উবারের আরও প্রাধান্য সৃষ্টি হবে বলে আশা করছে উবার। এ বিষয়ে দারা খোশরোশাহী বলেন, “বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানের পণ্য, সেবা এবং প্রযুক্তি নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের ব্র্যান্ডটিকে এক নতুন দিগন্তে পৌঁছে দিতে চাই। এ চুক্তির ফলে আমাদের যাত্রী, চালক এবং বিভিন্ন শহর একত্রে যুক্ত হতে চাইবে।”

তবে গ্র্যাবের সাথে উবারের এই চুক্তির মধ্যে বাংলাদেশের বাজার অন্তর্ভুক্ত নয়। বাংলাদেশ বিষয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে এক বিবৃতিতে এমনটা জানানো হয়। প্রতিষ্ঠানটির একজম মুখপাত্র বলেন, “এই চুক্তিটির আওতায় বাংলাদেশ অন্তর্ভুক্ত নয় এবং এই চুক্তির ফলে বাংলাদেশে উবারের কার্যক্রমে কোনরূপ প্রভাব পড়বে না। বরংচ এখন থেকে উবার তার মূলবাজারে অর্থাৎ ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলে দ্বিগুণ পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারবে। দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে ভারত, বাংলাদেশ এবং শ্রীলংকা অন্তর্ভুক্ত। আমরা আমাদের বাংলাদেশি যাত্রী ও চালকদের সেবা দিতে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ”।

গ্র্যাবের সাথে এই চুক্তির আওতাধীন দেশগুলো হচ্ছে ব্রুনেই, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন,সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিইয়েতনাম।

এসএইচএস/টিকে