ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

ঘরে ফেরার স্বপ্ন পূরণ হল মালালার

প্রকাশিত : ১২:০৩ এএম, ৩০ মার্চ ২০১৮ শুক্রবার

দীর্ঘ পাঁচ বছর পরেরও বেশি সময় পর জন্মভূমি পাকিস্তানে ফিরে আসার স্বপ্ন পূরণ হল মালালা ইউসুফজাই’র। ২০১২ সালে তালেবান হামলায় আহত হয়ে চিকিৎসার জন্য দেশত্যাগের পর গতকাল বুধবার দিবাগত রাতে দেশে ফেরেন পৃথিবীর ইতিহাসে সবথেকে কম বয়সে নোবেল পুরস্কার জেতা মালালা।

চারদিনের সফরে দেশে আসার পর আজ বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এক বক্তব্য দেন মালালা।

অশ্রুসিক্ত চোখে আবেগঘন বক্তব্যে মালালা বলেন, “গত পাঁচ বছর যাবত পাকিস্তানে ফিরে আসার স্বপ্ন দেখেছি আমি। আজ আমি খুবই খুশি যে প্রায় সাড়ে পাঁচ বছরেরও বেশি সময় পর আমি আমার জন্মভূমি পাকিস্তানের মাটিতে পা রাখতে পেরেছি। নিজেদের মানুষদের মধ্যে আসতে পেরেছি। আজ আমার জীবনের সবথেকে আনন্দের দিন”।

“তবে আমি এখনও বিশ্বাস করতে পারছি না। সত্যি বলছি, আমি বিশ্বাস করতে পারছি না যে বাস্তবেই এমনটা হচ্ছে। দেশের বাইরে থাকার পুরো সময়টায় যখনই আমি কোন প্লেনে উঠেছি বা গাড়িতে বসেছি তখনই মনে হয়েছে এই প্লেন বুঝি পাকিস্তানে যাবে। আমি হয়তো পাকিস্তানেই গাড়ি চালাচ্ছি। আমি হয়তো করাচিতে আছি”-উর্দুতে দেওয়া বক্তৃতায় বলছিলেন মালালা ইউসুফজাই।

মালালার সাথে তাঁর বাবা জিয়াউদ্দীন, বোন ফারাহ মোহাম্মদ এবং বন্ধু অ্যামিরবিন থম্পসনও পাকিস্তানে এসেছেন।

মালালার দেশে আসাকে স্বাগত জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি বলেন, “তুমি ১৩ বছর বয়সের কিশোরী ছিলে যখন তুমি দেশ ছেড়েছ। আর এখন তুমি ২০ বছর বয়সী পাকিস্তানের সবথেকে বিখ্যাত ব্যক্তি। পুরো পৃথিবী তোমাকে ভালবেসেছে, সম্মান দেখিয়েছে। পাকিস্তানও তোমাকে ভালবাসবে”।

এসময় প্রধানমন্ত্রী আব্বাসি মালালার সবধরণের নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “এই দেশ তোমার। তুমি কোন সাধারণ একজন ব্যক্তি নও। তুমি এখানে থাকো। তোমার নিরাপত্তার দায়িত্ব আমাদের”।

বক্তব্য দেওয়ার আগে প্রধানমন্ত্রীর সাথে তাঁর কার্যালয়ে একান্ত বৈঠক করেন মালালা। বৈঠকে পাকিস্তানের নারী উন্নয়নে ‘মালালা ফাউন্ডেশন’ নিয়ে নিজের কাজ করার কথা আব্বাসিকে জানান মালালা। আব্বাসি মালালাকে তাঁর সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন।

প্রসঙ্গত, ২০১২ সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের হামলা শিকার হন মালালা। এরপর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়া হয় তাঁকে। সেখানে থেকেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন মালালা।

২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান মালালা ইউসুফজাই।

সূত্রঃ দ্য ডন

//এস এইচ এস//