৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২৩ মে ২০১৬ সোমবার | আপডেট: ০১:৫৬ পিএম, ২৩ মে ২০১৬ সোমবার
ভাওয়াল গাজীপুর এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় হওয়ার ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
রেলওয়ে পুলিশ জানায়, গত রোববার রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি ভাওয়াল গাজীপুর এলাকায় পৌঁছলে চতুর্থ বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এরপর ৮টি বগিতে সব যাত্রীদের উঠিয়ে রাতেই হাওড় এক্সপ্রেস ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে ভোরে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে রেল লাইনের মেরামত ও লাইনচ্যুত বগিটি উদ্ধার কাজ শুরু করে। ৭ ঘণ্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।