মাগুরায় দুদল ডাকাতের গোলাগুলিতে নিহত ১
প্রকাশিত : ১২:২৯ পিএম, ৩০ মার্চ ২০১৮ শুক্রবার
মাগুরা সদর উপজেলার ছনপুর গ্রাম থেকে ফখরুল শেখ (৪৫) নামে এক ডাকাত সর্দারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই দল ডাকাতের মধ্যে বন্দুক যুদ্ধের সময় ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি পুলিশের।
শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম। নিহত ফখরুল ইসলামের বাড়ি সদরের জগদল গ্রামে। তিনি একজন চিহ্নিত ডাকাত বলে পুলিশের দাবি।
তারিকুল বলেন, ছনপুর গ্রামের একটি মাঠে দুই ডাকাত দলের গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ফখরুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ৪ রাউন্ড শটগানের গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বলে জানান তিনি।
তিনি জানান, ফখরুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ছনপুরে একসময় প্রায়ই ডাকাতি হতো। এ কারণে ধারণা করা হচ্ছে সেখানে ডাকাতি করতে এসে দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলির সময় ওই ডাকাত নিহত হয়েছেন।
একে/ এমজে