ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৭ ১৪৩১

৩৫-এর দাবিতে কাল মহাসমাবেশ

প্রকাশিত : ০১:২৫ পিএম, ৩০ মার্চ ২০১৮ শুক্রবার | আপডেট: ০২:২২ পিএম, ৩০ মার্চ ২০১৮ শুক্রবার

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আগামীকাল শনিবার রাজধানীর শাহবাগ চত্ত্বরে (জাদুঘরের সামনে) মহাসমাবেশ করবে আন্দোলনকারীরা। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’ এর ব্যানারে চাকরিপ্রার্থীরা এ মহাসমাবেশের আয়োজন করছে।

আন্দোলনকারীরা বলছে, মহাসমাবেশ থেকে সাধারণ ছাত্রদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত বৃদ্ধি করতে সরকারের কাছে জোর দাবি জানানো হবে। এদিকে দাবি আদায় না হলে, সারাদেশে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন তারা।

এ ব্যাপারে জানতে চাইলে সংগঠনটির সভাপতি ইমতিয়াজ হোসেন বলেন, শনিবার সকাল ১০টায় শাহবাগ চত্ত্বরে এ সমাবেশ শুরু হবে। সমাবেশে রাজধানীর বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড  নিয়ে  উপস্থিত হবেন। শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর, এ সীমানা প্রাচীর বাংলাদেশের লাখো কোটি ছাত্র সমাজকে অবরুদ্ধ করে রেখেছে। তারা নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ থেকে বঞ্চিত। তিনি বলেন, উচ্চ শিক্ষিত বেকার যুব সমাজ যখন উপেক্ষিত তখন বর্তমান রাষ্ট্রপতি স্পিকার থাকা অবস্থায় ২০১২ সালের ৩১ জানুয়ারি জাতীয় সংসদে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এতে যুব সমাজ আশার আলো দেখেছিলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি ২১তম বৈঠকে চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর সুপারিশ করে। নবম জাতীয় সংসদে ১৪তম অধিবেশনে ৩৫ বছর করার প্রস্তাব গৃহীত হয়। সেই থেকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এ দাবি বাস্তবায়নের জন্য পাঁচ বছর ধরে আন্দোলন করে আসছে। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। তাই অনতিবিলম্বের সরকারকে এ দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

টিআর/ এমজে