ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৭ ১৪৩১

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন রোববার

প্রকাশিত : ০২:৫০ পিএম, ৩০ মার্চ ২০১৮ শুক্রবার

আট বছর পর আগামী রোববার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন হাইমচরে বেলা ১১টায় বাংলাদেশ স্কাউটসের ৬ষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন শেষে বেলা ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার চূড়ান্ত সফরসূচি পাঠানো হয়েছে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১০ সালের ২৫ এপ্রিল চাঁদপুর সফর করেছিলেন। ওই সময়ে চাঁদপুরের গুনরাজদী বালুর মাঠে ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া ১৯৯৯ সালের ২৮ নভেম্বর চাঁদপুর সফরকালে নতুনবাজার-পুরানবাজার সেতু ও চাঁদপুর পৌর অডিটরিয়ামের ভিত্তিফলক স্থাপন এবং জেলা কালেক্টরেট ভবন ও আদালত ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন।

শেখ হাসিনাকে বরণ করে নিতে চাঁদপুরে হাইমচরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তার দুপাশ ও মোড়। অভিনন্দন জানিয়ে সংসদ নির্বাচনের মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিরাও তোরণ ও বিলবোর্ড দিয়ে সাজিয়ে তুলেছেন সড়ক।

জানা গেছে, বর্তমান সরকারের শেষ মুহূর্তে এ সফরে চাঁদপুরে ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শেখ হাসিনা। এর মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন ২৫টির আর উদ্বোধন ২৩টির।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমাদের কোনো দাবি থাকবে না। কারণ ইতিমধ্যে তিনি আমাদের অনেক দাবি পূরণ করেছেন। এরপরও নেত্রীর পক্ষ থেকে চমক থাকতে পারে।’

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।

একে/ এমজে