ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

উন্নয়নে সর্বস্তরের মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে: মেনন

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৩০ মার্চ ২০১৮ শুক্রবার

উন্নয়নের গতিধারাকে বেগবান করতে সমাজের সর্বস্তরের মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, কাউকে পিছিয়ে রাখা যাবে না। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণ করতে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে।

শুক্রবার ‘প্রতিবন্ধীদের ঝুঁকি ও ঝুঁকি নিরসনের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তোপখানা রোডস্থ বিএমএ অডিটোরিয়ামে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদ আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন কল্যাণ পরিষদের সভাপতি রেজাউল কবির।

এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন নিউরো ডেভলেপমেন্টাল সুরক্ষা ট্রাস্টের ডা. অধ্যাপক গোলাম রব্বানী, অতিরিক্ত সচিবগণ ও জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং ডিজএবিলিটি ইন্টারন্যাশনারের কান্ট্রি ডিরেক্টর প্রমুখ বক্তব্য রাখেন।

রাশেদ খান মেনন বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের শিক্ষা, পুনর্বাসন, সুরক্ষা ও নিরাপত্তা বিধান করা গেলে তারা সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এই সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিশেষ উদ্যোগ রয়েছে।

মেনন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতায় প্রতিবন্ধীদের বিশেষ করে নারী-বালিকা প্রতিবন্ধীদের ক্ষমতায়নের ব্যাপারে কাজ করছেন। আমাদের দায়িত্ব হবে এই কাজে সবাই মিলে একত্রে এগিয়ে যাওয়া। সে লক্ষ্যে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনকে ইতিমধ্যেই অধিদপ্তরে পরিণত করার নির্দেশ প্রদান করা হয়েছে। খুব শীঘ্রই তার বাস্তবায়ন হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। বাসস

আর/টিকে