ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

আইওএসের নতুন আপডেট ১১.৩

ব্যাটারির ওপর নিয়ন্ত্রণ বাড়বে ব্যবহারকারীর

প্রকাশিত : ০৮:৫১ পিএম, ৩০ মার্চ ২০১৮ শুক্রবার

আইফোন এবং আইপ্যাডের অপারেটিং সিস্টেম আইওএস এর সর্বশেষ হালনাগাদ (আপডেট) প্রকাশ করেছে অ্যাপল ইনকর্পোরেশন। ১১.৩ সংস্করণের এই হালনাগাদে ডিভাইসের ব্যাটারির ওপর নিয়ন্ত্রণ বাড়বে ব্যবহারকারীর। আর আগের থেকে দক্ষতা বাড়বে ব্যাটারিও।

চলতি বছরের শুরুতে আইফোন ফোর থেকে আইফোন সিক্স এর বিভিন্ন সংস্করণে ব্যাটারির কার্যকর মেয়াদ কমে আসার লক্ষণ দেখতে শুরু করেন বিশ্বব্যাপী আইফোন এবং আইপ্যাডের ব্যবহারকারীরা। পাশাপাশি ডিভাইসের গতিও কমে আসতে থাকে। পরবর্তীতে জানা যায় যে, অ্যাপল নিজে থেকেই তাদের গ্রাহকদের ডিভাইসে এসব পরিবর্তন করেছে। আর তখন থেকেই ব্যাপক সমালোচনার মুখে পরে অ্যাপল ইনকর্পোরেশন।

ধারণা করা হচ্ছে, সমালোচনা কাটিয়ে উঠতেই নতুন এই আপডেট প্রকাশ করেছে অ্যাপল।

১১.৩ সংস্করণের এই হালনাগাদের ফলে ডিভাইসগুলোর ব্যাটারির কর্ম দক্ষতার ওপর গ্রাহকের অনেক বেশি নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়েছে।

এই আপডেটে ব্যাটারির সর্বশেষ অবস্থা দেখানোর পাশাপাশি ব্যাটারিটিকে পরিবর্তনের দরকার আছে কী না; তাও নিজে থেকেই দেখাবে ডিভাইসটি। আইফোন সিক্স থেকে পরের মডেলগুলোতে এই হালনাগাদ কাজ করবে।

এছাড়াও এই সংস্করণটিতে ‘পাওয়ার ম্যানেজমেন্ট ফিচার’ চালু বা বন্ধ করা যাবে। ১০.২.১ সংস্করণে প্রথমবার চালু করা এই ফিচার অনাকাংখিতভাবে ডিভাইসকে বন্ধ হয়ে যাওয়া থেকে রক্ষা করে। ডিফল্ট হিসেবে এই ফিচারটি নতুন আপডেটে চালু থাকবে। তবে ব্যবহারকারী চাইলে এটিকে বন্ধও করতে পারবেন। অ্যাপল এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানায়।

আইফোন সিক্স থেকে সেভেন প্লাস মডেল পর্যন্ত ডিভাইসগুলোতে এই আপডেট ব্যবহার করা যাবে। আর এই সবগুলো ফিচারই পাওয়া যাবে সেটিংস->ব্যাটারি’তে।

হেলথ রেকর্ডস

ব্যাটারির হালনাগাদের পাশাপাশি আইফোনের বিশেষ সেবামূলক অ্যাপ ‘হেলথ রেকর্ড’ এও আপডেটের ছোয়া লেগেছে।

এর ফলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান এবং সংস্থা থেকে চিকিৎসা সংক্রান্ত তথ্য জানতে পারবেন। নতুন সংযুক্ত ‘এহেলথ রেকর্ডসে’র মাধ্যমে বিভিন্ন সংস্থা থেকে ৪০টিরও বেশি হেলথ সিস্টেমের তথ্য সংরক্ষণ করে রাখা যাবে। আর এই সকল তথ্য পাসওয়ার্ড দিয়ে সংরক্ষিত করে রাখা যাবে।

অগমেন্টেড রিয়েলিটি

১১.৩ এর এই সর্বশেষ হালনাগাদে ব্যবহারকারীরা নতুন সব ফিচারের অগমেন্টেড রিয়েলিটি (এআর) এর অভিজ্ঞতা নিতে পারবেন।

অ্যাপল জানায়, “সমতল এবং আনুভূমিক অবকাঠামোর পাশাপাশি অসমতল পৃষ্ঠেও অগমেন্টেড রিয়েলিটির অভিজ্ঞতা দিতে পারবে আইফোন। আগে শুধু ইমোজি দেওয়া যেত। এখন গ্রাহকেরা এই নতুন হালনাগাদের ফলে অ্যানিমোজি অর্থ্যাত বাঘ, ভল্লুক অথবা অন্য কোন প্রাণীর ইমোজি দিতে পারবে”।

বিজনেস চ্যাট

বিজনেস চ্যাট নামের নতুন একটি ফিচার চালু করা হয়েছে ১১.৩ সংস্করণে। এর ফলে মোবাইলের ডিফল্ট মেসেজিং অপশন থেকেই ব্যবসা সংক্রান্ত সকল যোগাযোগ স্থাপন করা যাবে।

তবে বিজনেস চ্যাটটি এখন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে চালু থাকবে।

মিউজিক ভিডিও

অ্যাপল মিউজিকে এই সংস্করণের ফলে এখন থেকে মিউজিক ভিডিও দেখা যাবে। আর তাও কোন ধরণের বিজ্ঞাপনজনিত বাঁধা ছাড়াই।

প্রতিষ্ঠানটি বলছে, “অ্যাপল নিউজের মাধ্যমে গ্রাহকেরা প্রতিদিনের সর্বশেষ ভিডিও সম্পর্কে জানতে পারবেন”।

এসএইচএস/টিকে