ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

পাকিস্তানে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের যেসব খেলোয়াড়

প্রকাশিত : ১১:৫৮ পিএম, ৩০ মার্চ ২০১৮ শুক্রবার

ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজ শুরু হতে ৭২ ঘণ্টারও কম সময় বাকি। সেখানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের স্কোয়াড ঘোষণার নাম নেই ! সিরিজ হবে তো? এই নিয়ে শঙ্কার শেষ নেই পিসিবির। 

শেষ পর্যন্ত পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ । দেশটির ক্রিকেট বোর্ড আজ ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে অধিনায়ক জ্যাসন। নিয়মিত অধিনায়ক জ্যাসন হোল্ডার নন, জ্যাসন মোহাম্মদ! পাকিস্তান সফরে যাচ্ছেন না হোল্ডার। শুধু হোল্ডার নন, ক্রিস গেইল, ড্যারেন স্যামি, কাইরন পোলার্ডদের মতো তারকাদের দেখা যাবে না এই সিরিজে । আগামি ১ এপ্রিল করাচির ন্যাশনাল স্টেডিয়াম শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

এই স্কোয়াডের  অভিজ্ঞ তিন খেলোয়াড় মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন ও স্যামুয়েল বদ্রি। এর আগে পাকিস্তান সফরের জন্য প্রতি খেলোয়াড়কে ২৫ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড । ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কার টিমবাসে সন্ত্রাসী হামলার পর আর শুধু জিম্বাবুয়েই কোনো সিরিজ খেলছে সেখানে।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড: জ্যাসন মোহাম্মদ (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, আন্দ্রে ম্যাকার্থি, কেমো পল, ভিরাসামি পেরমাউল, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), মারলন স্যামুয়েলস, ওডিন স্মিথ, চ্যাডউইক ওয়ালটন, কেসরিক উইলিয়ামস।

কেআই/টিকে