ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সিরিয়ায় উত্তরাঞ্চলে আরও সামরিক অভিযান : এরদোগান

প্রকাশিত : ০৫:২৫ পিএম, ৩১ মার্চ ২০১৮ শনিবার

সিরিয়ার উত্তরাঞ্চলীয় কয়েকটি শহরে সামরিক অভিযান শুরু করার জন্য তুর্কি বাহিনী প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান। তিনি বলেন, প্রয়োজনে ইরাক থেকেও জঙ্গিদের বিতাড়িত করবে তুরস্ক।

গতকাল শুক্রবার এরদোগান এ কথা বলেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তুর্কি সেনাবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আইন আল-আরব, রাস আল-আইন ও তেল আবিয়াদ অঞ্চল থেকে ইরাকি সীমান্ত পর্যন্ত জঙ্গিদের উৎখাতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তবে সামরিক অভিযানের সময় ওইসব অঞ্চলে মিত্র দেশের সেনাদের ক্ষতি করার কোনও ইচ্ছে তুরস্কের নেই বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, উত্তর সিরিয়াকে স্থিতিশীল করতে ওয়াইপিজিকে সহযোগিতা করবে ফ্রান্স। তাই ম্যাক্রোঁর এই ঘোষণায় ক্ষুব্ধ তুরস্ক দাবি করেছে, কুর্দি ইস্যুতে ভুল অবস্থান নিয়েছে ফ্রান্স। সেইসঙ্গে ফ্রান্সের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনেছে আঙ্কারা।

সূত্র: রয়টার্স

একে// এআর