দ্রুত এগিয়ে চলেছে পদ্মার তীররক্ষা বাঁধ নির্মাণ (ভিডিও)
প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ৩১ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ০৬:১৪ পিএম, ৩১ মার্চ ২০১৮ শনিবার
দ্রুত এগিয়ে চলেছে কুষ্টিয়ার শিলাইদহে পদ্মার তীররক্ষা বাঁধ নির্মাণের কাজ। প্রায় পৌনে ৪ কিলোমিটার দীর্ঘ বাঁধটি তৈরি করছে পানি উন্নয়ন বোর্ড। কাজ শেষ হলে ঐতিহ্যবাহী কুঠিবাড়ির পাশাপাশি রক্ষা পাবে এখানের বহু বসতভিটা।
সর্বগ্রাসী পদ্মার ভাঙনের থাবা গেলো ক’বছরে এগিয়ে আসছিল কবিগুরু’র স্মৃতিঘেরা শিলাইদহ কুঠিবাড়ির বাড়ির দিকে। পরে সেনাবাহিনীর তত্বাবধানে পানি উন্নয়ন বোর্ড কুঠিবাড়ি ও আশপাশের জনপদ রক্ষায় ১৭৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে তীর সংরক্ষণ কাজ শুরু করে। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে শুরু হওয়া কাজ শেষ হবে আগামী জুনে।
নির্মাণকাজের মান ঠিক রাখাসহ উজান-ভাটি মিলিয়ে আরও ২ কিলোমিটার বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর গুনগত মান ঠিক রাখতে সব ধরণের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
বাঁধ নির্মাণে কুঠিবাড়ি বিলীনের শঙ্কা কাটিয়ে মুখে হাসি ফিরেছে, এখানের রবীন্দ্রপ্রেমী মানুষসহ সর্বস্তরের জনগণের।
টিকে