সিলেট ওসমানী বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা আটক
প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ৩১ মার্চ ২০১৮ শনিবার
কাস্টমস কর্তৃপক্ষ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে সোনা উদ্ধার করেছে। উদ্ধারকৃত সোনার পরিমাণ সাড়ে চার কেজি বলে জানিয়েছেন তারা।
শনিবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ থেকে এ সোনা উদ্ধার করা হয়। বন্দর কাস্টমসের তত্ত্বাবধায়ক ফজলুর রহমান সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা পৌনে ১২টার দিকে উড়োজাহাজটি দুবাই থেকে এসে অবতরণ করে। পরে যাত্রীরা নেমে যাওয়ার পর উড়োজাহাজে তল্লাশি চালানো হয়। এ সময় ২৮/সি নম্বর সিটের নিচে স্কচটেপ মোড়ানো অবস্থায় ৪০টি সোনার বার পাওয়া যায়।
ফজলুর রহমান জানান, উদ্ধাকৃত সোনার ওজন চার কেজি ৬০২ গ্রাম। দাম প্রায় দুই কোটি টাকা। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।
এমএইচ/এসি