ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

হামাস নেতার সঙ্গে রুশ মন্ত্রীর বৈঠক

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ৩১ মার্চ ২০১৮ শনিবার

রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ গত শুক্রবার হামাসের ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৭ বেসামরিক নাগরিক নিহতের কয়েক ঘণ্টা পরই ওই দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা যায়, গতকাল সকাল থেকে গাজার পূর্বতীরে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক জড়ো হয়ে বিক্ষোভ করেন। ওই সময় ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটে। আহত হন শতাধিক মানুষ। শুক্রবার ভোর থেকেই ইসরায়েলি বাহিনী, গাজার পূর্ব তীরে অস্ত্রসহ জড়ো হন। এ সময় হাজার হাজার সেনা মোতায়েন করা হয়।

গাজায় বিক্ষোভকারীরা যুগযুগ ধরে চলা ইসরায়েলের অবরোধ তুলে নেওয়ার দাবি জানান। ওই সময় বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষে ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পরই বোগদানোভের সঙ্গে হামাসের নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বোগদানোভ জানায়, মস্কো ওই অঞ্চলে শান্তি চায়। এ লক্ষ্যে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনের শান্তিকামী মানুষকে সব ধরণের সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি

এমজে/টিকে