ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

কোচ-অধিনায়ককে বরখাস্ত করল জিম্বাবুয়ে

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ৩১ মার্চ ২০১৮ শনিবার

বিশ্বকাপের মূল পর্বে জিম্বাবুয়ে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় দলটির অধিনায়ক এবং কোচের প্রতি পদত্যাগের জন্য আল্টিমেটাম দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। তবে নির্ধারিত সময়ের মধ্যে তাদের কেউ পদত্যাগ না করায় অধিনায়কসহ পুরো কোচিং প্যানেলকে বরখাস্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

বরখাস্ত হওয়া জিম্বাবুয়ে কোচিং প্যানেলের মধ্যে রয়েছেন- প্রধান কোচ হিথ স্ট্রিক, ব্যাটিং কোচ ল্যান্ড ক্লুজনার, বোলিং কোচ ডগলাস হোন্ডো, ফিল্ডিং কোচ ওয়াল্টার চাওয়াগুটা, ফিটনেস কোচ শিন বেল এবং টিম অ্যানালিস্ট স্ট্যানলি চিওজা। এছাড়াও বহিস্কার হতে যাওয়াদের মধ্যে রয়েছেন জিম্বাবুয়ে `এ` দলের কোচ ওয়েন জেমস এবং অনুর্ধ্ব-১৯ দলের কোচ স্টিফেন ম্যাঙ্গোঙ্গো। একই সঙ্গে নির্বাচক মন্ডলির প্রথম আহবায়ক তাতেন্দা টাইবুকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ক্রেমারের পরিবর্তে নতুন জিম্বাবুয়ের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রেন্ডন টেলরকে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে হিথ স্ট্রিকের কাছে পাঠানো এক মেইলে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের এমডি ফয়সাল হাসনাইন লেখেন, ‘আমাদের পরবর্তী আলোচনার আগে, আপনাকে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত সময় দেওয়া হলো। এ সময়ের মধ্যে আপনি এবং আপনার পুরো কোচিং প্যানেল পদত্যাগ করবেন। বেধে দেওয়া এই সময়ের পর টেকনিক্যাল টিমকে বহিষ্কার করা হবে এবং সাথে সাথেই এ বহিস্কারাদেশ কার্যকর হয়ে যাবে।’

আর/টিকে