ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সহিংসতায় নিহত ৬৮: নীরবতা ভাঙ্গলেন মাদুরো

প্রকাশিত : ১১:০৬ পিএম, ৩১ মার্চ ২০১৮ শনিবার

ভেনেজুয়েলায় একটি পুলিশ স্টেশনে অগ্নিকাণ্ড ও পুলিশ-জনতা সংঘর্ষে ৬৮ জন নিহতের ঘটনায় অবশেষে নীরবতা ভাঙ্গলেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গতকাল রাতে এক বিবৃতিতে নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

সমাজতন্ত্রীপন্থী নেতা ভেনেজুয়েলা ক্ষমতায় ঠিকে থাকতে পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছেন বলেও অভিযোগ করেছেন দেশটির বিরোধীদলগুলো। তাদের দাবি, ‘দক্ষিণ আমেরিকার সমাজতন্ত্রপন্থী দেশটিতে দীর্ঘদিন ধরেই দারিদ্র্য বিরাজ করছে। আর জনগণ যাতে তার বিরুদ্ধে কখনো প্রতিবাদমুখর হয়ে উঠতে না পারে, সে জন্য সবসময় দমন-পীড়ন চালিয়ে তাদের স্তব্ধ করার চেষ্টা করেন মাদুরো’।

উল্লেখ্য, ভেনেজুয়েলায় গত ২৮ মার্চ পুলিশের সঙ্গে হাজতীদের স্বজনদের সংঘর্ষ ও হাজতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৮ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনার পর দেশজুড়ে মাদুরোর বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। তবে সমাজতন্ত্রী দেশ হওয়ায় মাদুরোর বিরুদ্ধে বড় ধরণের কোন বিক্ষোভ সমাবেশ করতে দেয়নি পুলিশ।

ভয়াবহ এ ঘটনায় জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো মাদুরোর সমালোচনা করলেও, গত দুদিনে একবারের জন্যও টুঁ শব্দ করেনি মাদুরো। তবে গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে মাদুরো জানায়, ওই সহিংসতার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করা হবে। এদিকে জাতিসংঘসহ আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর সমালোচনা করেন তিনি।

সূত্র: রয়টার্স

এমজে/