ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

চট্টগ্রামে ২০ হাজার কোটি টাকার বরাদ্দ অনুমোদন(ভিডিও)

প্রকাশিত : ১০:৩২ এএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ০১:২৭ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার

চট্টগ্রামে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৯ বছরে প্রায় ২০ হাজার কোটি টাকার বরাদ্দ অনুমোদন দিয়েছে বর্তমান সরকার। এসব প্রকল্পের মধ্যে কিছু বাস্তবায়ন হয়েছে, কয়েকটি মেগা প্রকল্প দৃশ্যমান হতে সময় লাগবে আরো অন্তত চার বছর। উন্নয়ন কার্যক্রম যেনো মুখ থুবড়ে না পড়ে সেজন্য সরকারের ধারাবাহিকতা চান সংশ্লিষ্টরা।

বন্দরনগরী চট্টগ্রামে একের পর বাস্তবায়ন হচ্ছে ছোট-বড় প্রকল্প। দৃশ্যমান হচ্ছে উন্নয়ন। বহদ্দারহাট থেকে লালখান বাজার পর্যন্ত দুটি ফ্লাইওভার, পতেঙ্গা থেকে ফৌজদারহাট, কর্ণফুলি সেতু থেকে কালুরঘাট আউটার রিংরোড, বায়েজিদ থেকে ভাটিয়ারি পর্যন্ত সংযোগ সড়ক, লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণসহ বিভিন্ন প্রকল্প এককভাবে বাস্তবায়ন করছে সরকারি সংস্থা সিডিএ।

এই প্রথম কোনো সরকার চট্টগ্রামকে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়নে নয় বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা অনুমোদন দিয়েছে।

একটি একক প্রতিষ্ঠানের মাধ্যমে কেন এত বিশাল আকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে সে নিয়েও নগরবাসীর অনেক কৌতুহল ও প্রশ্ন।

সাধারণ নাগরিকদের মধ্যে আলোচনা সমালোচনা যাই থাক না কেন বাস্তবে সবাই চান উন্নয়ন। আগামী নির্বাচনে সরকার পরিবর্তন হলে কপাল পুড়ায় আশংকায় চট্টগ্রামবাসীর। সরকার পরিবর্তনের সাথে যে উন্নয়নের গতিধারা পাল্টে যায় সে উদাহরণও টেনে আনেন এই অর্থনীতিবিদ।

এজন্যে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন মনে করেন সিডিএ’র চেয়ারম্যানও।

দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রামে হওয়ায় আমদানি রপ্তানির পাশাপাশি রাজস্ব আয়ের বিশাল অংশ আসে এখান থেকে। তাই যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের অগ্রযাত্রা যাতে কোনভাবেই বাধাগ্রস্থ না হয় সে ব্যাপারে সচেতন থাকার উপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্টজনেরা।