ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

বিমান দুর্ঘটনায় সন্তান আর নাতনি হারিয়ে শোকে স্তব্ধ ফিরোজা (ভিডিও)

প্রকাশিত : ১১:২৭ এএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ১১:৫৬ এএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার

নেপালে বিমান দুর্ঘটনায় একমাত্র সন্তান ফারুক হোসেন প্রিয়ক আর নাতনি তামারাকে হারিয়ে শোকে স্তব্ধ ফিরোজা বেগম। গাজীপুরের দোতালা বাড়িতে একাকি দিন কাটে তার। দুর্ঘটনায় আহত ছেলের বউ অ্যানি এখনও হাসপাতালে। ছেলে ও নাতনীর বিদেহী আত্মার জন্য দোয়া করেই জীবনের বাকি সময়টা কাটাতে চান ফিরোজা বেগম।

বাড়ির ব্যালকনি এখন প্রিয় জায়গা ফিরোজা বেগমের। কারণ, এখান থেকে দেখা যায় ছেলে প্রিয়ক আর ছোট্ট নাতনী তামারার কবর। সূর্যমুখী, ক্যাকটাস আর অর্কিড ফুটে আছে সেখানে। মন খারাপ করে বসে থাকে একটা শালিক পাখি।

কখনো শুকনো, কখনো বা জলভরা চোখে সারাক্ষণ ফিরোজা বেগম তাকিয়ে থাকেন কবরের দিকে। আনমনা মনে কখনো কখনো হয়তো ভাবেন এই বুঝি ফিরে এলো ছেলে, অথবা কানে বাজে ছোট্ট তামারার দৌঁড়ানোর শব্দ।

সম্বিত ফিরে পেলেই ফিরোজা বেগম বুঝতে পারেন, এ’সব আর হবার নয়। তখন বুকের ভেতর ভর করে শুণ্যতা আর হাহাকার। ফিরোজা বেগম জানান, প্রথম কয়েকদিন তাকে কেউ কিছু না জানালেও তিনি বুঝতে পেরেছিলেন ছেলে আর নাতনী বেঁচে নেই।

ফটোগ্রাফির মাধ্যমে বিশ্বজয়ের স্বপ্ন ছিল প্রিয়কের। স্বজনেরা জানান, মনে রাখার মতো কাজ করতে চেয়েছিল প্রিয়ক।

এমন করুন ঘটনা আর যাতে কারো জীবনে না ঘটে, সেটাই চাওয়া প্রিয়ক-তামারার স্বজনদের।