র্যাবের চেকপোস্টে হামলার তদন্ত প্রতিবেদন ৮ মে
প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার
রাজধানীর খিলগাঁওয়ে র্যাবের চেকপোস্টে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে আগামী ৮ মে নতুন দিন ধার্য করেছেন আদালত। রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম আমিনুল হক এ আদেশ দেন।
খিলগাঁও থানার সাধারণ নিবন্ধক কর্মকর্তা আশরাফ ইসলাম পুলিশের (উপ-পরিদর্শক) গণমাধ্যমকে এ তথ্য জানান।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৮মার্চ ভোর ৪টার দিকে খিলগাঁওয়ে র্যাবের চেকপোস্টে শেখের জায়গা নামক স্থানে কটি মোটরসাইকেল করে এসে জঙ্গি হামলার চেষ্টা করা হয়। এ সময় সেখানে থাকা র্যাব সদস্যরা গুলি চালালে হামলাকারী গুরুতর আহত হন। একইসাথে আহত হন ২ র্যাব সদস্য। পরবর্তীতে আহত হামলাকারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই ঘটনার পর র্যাব-৩ এর উপ-সহকারী পরিচালক কাজী হাসানুজ্জামান অজ্ঞাত আসামি করে খিলগাঁও থানায় একটি মামলা করেন।
আর / এআর