ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

দরজি শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪ হাজার ৮৫০ টাকা

প্রকাশিত : ০১:০১ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার

দেশের জেলা-উপজেলা পর্যায়ের দরজিশ্রমিকদের জন্য মাসিক সর্বনিম্ন ৪ হাজার ৮৫০ টাকা মজুরি চূড়ান্ত করেছে মজুরি বোর্ড। এছাড়া বিভাগীয় শহরের জন্য নিম্নতম মজুরি ৫ হাজার টাকা।

শ্রম মন্ত্রণালয় গত সপ্তাহে দরজি কারখানা শিল্প খাতের জন্য নতুন এই মজুরি কাঠামোর প্রজ্ঞাপন জারি করে।

নতুন এ মজুরিকাঠামোতে দরজি কারখানার শ্রমিকদের পাঁচটি গ্রেড আছে। প্রতিটি গ্রেডের মূল মজুরি, বাড়িভাড়া ভিন্ন বিন্ন হলেও চিকিৎসা ভাতা ৫০০ ও যাতায়াত ভাতা ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় শহরে দরজিশ্রমিকদের সর্বোচ্চ মাসিক মজুরি ১৩ হাজার ৬৮০ টাকা। এ ক্ষেত্রে জেলা-উপজেলার শ্রমিকেরা পাবেন ১৩ হাজার ২২০ টাকা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বর্তমানে শ্রমিকরা যে গ্রেডে কর্মরত আছেন, তাদের সেই গ্রেডেই অন্তর্ভুক্ত করে নতুনভাবে মজুরি নির্ধারণ করতে হবে। তবে কোনো শ্রমিক যদি ঘোষিত মজুরির চেয়ে বেশি অর্থ পান, তাহলে তা কোনোভাবেই কমানো যাবে না।

একে// এআর