ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফেরে না

প্রকাশিত : ০৪:১০ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ০৪:১৮ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কার ভোট দিলে কেউ খালি হাতে ফেরে না। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনেও নৌকায় ভোট চান তিনি। আজ রোববার বিকালে চাঁদপুর স্টেডিয়ামের জনসভা মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি চাঁদপুরে ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রী বলেন,আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে সেবা করার সুযোগ দেবেন। তাহলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আর যদি দুর্নীতিবাজ আর জঙ্গিবাদ সৃষ্টিকারী বিএনপি ক্ষমতায় আসে, তাহলে দেশ দুর্নীতিবাজদের দখলে চলে যাবে, সন্ত্রাস-জঙ্গিবাদের দেশ হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ছাত্র ছাত্রীরা যাতে বিনামূল্য বই পায় সেই দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগ। তিনি বলেন, মেয়েদের উচ্চ শিক্ষায় বৃত্তির ব্যবস্থা করা করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আসলে দেশে উন্নয়ন হয়। আর বিএনপি আসলে দুর্নীতি বাড়ে। আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ গড়া কাজ করে যাচ্ছে। তথ্য প্রযুক্তি প্রসারে কাজ করছে।

তিনি আর বলেন, মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে যাতে চাকরি পায় সেই ব্যবস্থা করছে আওয়ামী লীগ সরকার।

দেশের একটি পরিবারও যাতে দারিদ্র না থাকে যেজন্য আমরা একটি বাড়ি, একটি খামার প্রকল্পে ব্যবস্থা করছি। তরুণ সমাজ যাতে শিল্প উদ্যোক্তা হতে পারে সেজন্য আমরা সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করছে আওয়ামী লীগ সরকার।

এ সময় চাঁদপুরের বিখ্যাত ইলিশ মাছ দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল। জনসভা ঘিরে সকাল থেকে আসা নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে গোটা স্টেডিয়াম মুখরিত করে তোলেন। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

এর আগে ঢাকা থেকে রওনা দিয়ে বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী চাঁদপুরের হাইমচরে পৌঁছান। সেখানে তিনি বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকার সম্মেলন উদ্বোধন করে বক্তব্য দেন। এরপর সার্কিট হাউসে বিশ্রাম নিয়ে বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন।

 / এআর /