ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

টানা তৃতীয় সেঞ্চুরিতে আশরাফুলের চমক

প্রকাশিত : ০৫:৩১ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ০৯:১৬ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার

জাতীয় দলের বাইরে চলে যাওয়ার পর থেকেই নানাভাবে আলোচিত-সমালোচিত ক্রিকেটারের নাম মোহাম্মদ আশরাফুল। চলতি ঢাকা ডিভিশন ক্রিকেট লিগে তারকা ব্যাটসম্যান পর্যন্ত পাঁচটি সেঞ্চুরির দেখা পেয়েছেন।

রোববার টানা তৃতীয় সেঞ্চুরি করে চমকে দিয়েছেন সবাইকে। টানা তিনটি (মোট পাঁচটি) সেঞ্চুরি দিয়ে কি নির্বাচকদের একটু ভাবনায় ফেলে দিলেন এ মারকুটে ব্যাটসম্যান।

এর আগে ২০ মার্চ মোহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু। বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরির পর আজ ব্রাদার্সের বিপক্ষে ‘হ্যাটট্রিক’পেয়ে গেলেন তিনি।

প্রিমিয়ার লিগে নিজের পঞ্চম সেঞ্চুরিটি পেয়েছেন বিকেএসপিতে রেলিগেশন লিগে কলাবাগানের শেষ ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে। ব্যাট হাতে ১৩৭ বলে ১০টি চারের সাহায্যে ১০২ রান করে অপরাজিত থাকেন এক সময়ের সাড়া জাড়ানো এ ক্রিকেটার।

এর আগের ম্যাচে তিনি অগ্রণী ব্যাংকের বিপক্ষে ১০৩ রানে অপরাজিত ছিলেন। সেটা ছিল আশরাফুলের টানা দ্বিতীয় সেঞ্চুরি। গত ২০ মার্চ মোহামেডানের বিপক্ষে ১২৭ রান করেছিলেন।

চলতি লিগে আশরাফুল সবচেয়ে বেশি সেঞ্চুরির খাতায় আগেই নাম লেখান।

তিন সেঞ্চুরি করে তার পেছনে ছিলেন লিটন দাস। টানা দুই সেঞ্চুরির আগে অগ্রণীর বিপক্ষেই আরেকটি সেঞ্চুরি করেছিলেন আশরাফুল। প্রথম সেঞ্চুরিটি ছিল প্রাইম দোলেশ্বরের বিপক্ষে। লিগে পঞ্চম সেঞ্চুরির রেকর্ড নেই বাংলাদেশের আর কারো। সেটি করে এখন আকাশ ছোঁয়া উচ্চতায় আশরাফুল।

রাদার্সের বিপক্ষে আজ রোববার আশরাফুল অপরাজিত ছিলেন ১০২ রানে। ১৯৫ মিনিট ব্যাটিং করে ১৩৭ বলে তাঁর এই ইনিংসে ৫০ ওভার শেষে কলাবাগান ৩ উইকেটে তুলেছে ২৫২ রান। আশরাফুলের সেঞ্চুরির পাশাপাশি কলাবাগানের সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওয়ালিউল করিমের ৯৫ বলে ৭৯। এ ছাড়া মুনিম শাহরিয়ার করেছেন ৩৫ আর ফারুক হোসেনের ব্যাট থেকে এসেছে ২৮ রান। ব্রাদার্সের সোহরাওয়ার্দী শুভ ৫৩ রানে নিয়েছেন ২ উইকেট।

আর / এআর