ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

তদবির ছাড়া গ্রামাঞ্চলে কোনো কাজ হয় না : দুদক কমিশনার

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার

তদবির ছাড়া গ্রামাঞ্চলে কোনো কাজ হয় না। সবকিছুতেই তদবির বাণিজ্য কাজ করে। আর এর ফলে একটি শ্রেণী হাতিয়ে নেয় প্রচুর টাকা।

আজ সকালে দুদক সম্মেলন কক্ষে এক সেমিনারে এ অভিযোগ করেন দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমীনুল ইসলাম। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে দুদক।

এ সময় তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষের পক্ষে সচিবালয়ে প্রবেশ করা সম্ভব হয় না। ফলে তারা দ্বারস্থ হয় জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের। কিন্তু সেখানে সেবা পেতে গেলে দ্বারস্থ হতে হয় সিন্ডিকেটের। ওয়েবসাইটগুলোতে আবেদন ফরম দেওয়া থাকে না। ফরমও থাকে দালালদের কাছে।

দুদক কমিশনার আমীনুল ইসলাম আরও বলেন, এলাকার উন্নয়নে যেসব প্রকল্প যায়, সেগুলো স্থানীয় এমপিদের প্রভাব থাকে। ডিও লেটার দিতে হয় স্থানীয় এমপিকে। সেটি নিতে গিয়ে অসৎ রাজনৈতিক কর্মীদের কাছে জিম্মি হতে হয়। সবকিছুতে এমপিদের প্রভাব থাকলেও এমপি কে কোথাও কোনো কিছুর জন্য জবাবদিহিতা করতে হয় না।

দুদক কমিশনার এ সময় প্রশ্ন করেন, সবকিছুতেই এমপিদের রাখতে হবে কেন? বিষয়টি ভেবে দেখার সময় এসেছে।

দুদক কমিশনার এ সময় বলেন, জেলা- উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোয় ডাক্তারের পরিবর্তে কম্পাউন্ডার সেবা দিচ্ছেন এমন উদাহরণও কম নয়।

দুদক কমিশনার এ সময় সুপারিশ করে বলেন, এ সমস্যা কাটানোর জন্য প্রথমেই দরকার রাজনৈতিক স্বদিচ্ছা। সরকারী কর্মকর্তাদের মধ্যে জবাবদিহিতা সৃষ্টি করতে হবে। গ্রাহকরা সেবা বঞ্চিত হলে অভিযোগ করার একটা প্ল্যাটফর্ম রাখতে হবে। কর্মকর্তারা ঠিক ভাবে কাজ করছে কিনা তা তদারকিতে মনিটরিং থাকতে হবে। তবে সবার আগে জনসচেতনতা সৃষ্টির প্রয়োজন আছে বলে দাবি করেন দুদক কমিশনার।

সেমিনারে সভাপতিত্ব করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
/ এআর /