ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

ছেলে-মেয়েরা সুপথে চলবে সেটাই চাই: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছেলে মেয়েরা কোথায় যায়, কী করে, কার সঙ্গে মেশে তা খবর নেওয়ার ও খোঁজ খবর রাখার দায়িত্ব অভিভাবকদের। তারা যাতে সুপথে থাকে। তারা যেন মাদক, জঙ্গিবাদে না জড়ায়, সেদিকে সবাইকে নজর দিতে হবে। অাজ রোববার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর জেলা অাওয়ামী লীগ অায়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, তারা যেন মাদকাসক্ত না, তারা জঙ্গিবাদে না জড়ায়, তারা যেন ভুল পথে না হাঁটে সেদিকে খেয়াল রাখতে হবে। মানুষ হত্যা করে কেউ বেহেশতে যেতে পারে না। নিরীহ মানুষ হত্যা করলে তাকে দোযখের অাগুনে পুড়তে হয়। এটা অামাদের নবী কারীম ( সা.) বলে গেছেন। এটা কোরঅান শরীফের কথা।

প্রধানমন্ত্রী এ সময় বলেন, ছেলে-মেয়েরা সুপথে চলবে, মানুষের মতো মানুষ হবে অামরা সেটাই চাই। সেজন্য সমাজের সব মুরুব্বীরা সব সময় সচেতন থাকবেন। যাতে করে কেউ মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাশের পথে না যায়।
এর অাগে চাঁদপুরে ৪৭টি উন্নয়নমূলক কাজের প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এএ/এসএইচ/