ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর

প্রকাশিত : ০৯:০৮ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ০৯:১৬ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার

সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি ও পুঠিয়াবাড়ি মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে । এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার ধানবান্ধি মহল্লার মুক্তিযোদ্ধা শিহাস হোসেনের ছেলে সোহাগকে মারধর করে পাশ্ববর্তী পুঠিয়াবাড়ি মহল্লার কয়েকজন যুবক। পরে আহত সোহাগকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এই সংঘর্ষের ঘটনার জের ধরে গত তিনদিন দুই মহল্লাবাসীর মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে আসছিল। আজ রবিবার সকাল ও দুপুরে দফায় দফায় সংঘর্ষ চলে। এতে অন্তত ১০ জন আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।    

সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়ি ও দোকানে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষের ঘটনায় দুই মহল্লাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

কেআই/এসি