ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

৭৫ বছর আগে ডুবে যাওয়া জাহাজ ভাসিয়ে তুলল শ্রীলংকা

প্রকাশিত : ০৯:১০ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া একটি জাহাজ ভাসিয়ে তুলল শ্রীলংকা। ডুবে যাওয়ার ৭৫ বছর পর শ্রীলংকান নেভি গতকাল শনিবার ডুবে যাওয়া এই জাহাজটিকে পানির ওপরে ভাসিয়ে তুলতে সক্ষম হয়।

ইংরেজ বেসামরিক যাত্রাবাহী জাহাজ দ্য এস এস স্যাগাইং। ১৯৪২ সালে জাপানিজ বিমান হামলায় শ্রীলংকান উপকূলের কাছাকাছি ডুবে যায় জাহাজটি। শ্রীলংকার ত্রিনকোমালি হারবারের প্রায় ১১ মিটার পানির নিচে এতদিন পরেছিল জাহাজটি।

শ্রীলংকান নৌবাহিনীর পূর্বাঞ্চলী ইউনিট এই জাহাজটিকে উদ্ধার করে। প্রায় ছয় মাসেরও বেশি সময় ধরে চলে এ উদ্ধার অভিযান।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে এই জাহাজটি উদ্ধারে কাজ শুরু করে তারা। জাহাজটির মূল কাঠামোর দৈর্ঘ্য ৪৫২ ফুট।

জাহাজটিকে পানিতে ভাসিয়ে তোলার পর এটি যেন আবার ডুবে না যায় এ কারণে জাহাজটির এক পাশের কাঠামোও সংযোগ দিয়েছে নৌবাহিনীর সদস্যরা।

ডুবন্ত অবস্থায় জাহাজটিকে জেটি হিসেবে ব্যবহার করা হত। এই হারবারে আসা জাহাজগুলো ডুবন্ত এস এস জাহাজের ভেসের সঙ্গে আটকে রাখা হতো।

তথ্যসূত্র: বিবিসি।

//এসএইচএস// এসএইচ/