ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

গাজীপুর-খুলনা সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি

প্রকাশিত : ১০:২৬ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার

আসন্ন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাতে রাজধানীর গুলশান কার্যালয়ে এক যৌথ সভা শেষে এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন নিয়ে আশঙ্কা থাকা শর্তেও বিএনপি দুই সিটির নির্বাচনে অংশ নেবে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আজকের বৈঠকে লন্ডন থেকে বক্তব্য রেখেছেন বলেও জানান তিনি।

এসময় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ড. মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাজাহান, বরকত উল্লাহ বুলু, আলতাফ হোসেন চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, শওকত মাহমুদ প্রমুখ।

এমএইচ/এসি