ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

কাজাকিস্তানের ভারত্তোলক ইলিয়া আলেকসানদ্রোভিচ লায়নের জন্মদিন আজ

প্রকাশিত : ০৬:১১ পিএম, ২৪ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:১১ পিএম, ২৪ মে ২০১৬ মঙ্গলবার

ইলিয়া আলেকসানদ্রোভিচ লায়ন। কাজাকিস্তানের ভারত্তোলক। ইলিয়া দুইবারের অলিম্পিক ও চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত্তোলক। এছাড়া চারবারের বিশ্ব ভারত্তোলকের খেতাবও জেতেন ইলিয়া। দর্শক ১৯৮৮ সালের আজকের দিনে জন্ম গ্রহণ করেন ইলিয়া। তার জন্মদিনে জেনে নেই ইলিয়ার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। কাজাকিস্তানের এই তারকা ভারত্তোলকের পুরো নাম ইলিয়া আলেকসানদ্রোভিচ লায়ন। তবে সবার কাঠে লায়ন নামেই বেশী পরিচিত। ১৯৮৮ সালের ২৪শে মে রাশিয়ার কাজাকিস্তানের কাজিলোরদায় জনআম গ্রহণ করেন লায়ন। লায়ন কাজাকিস্তানের প্রথম জুনিয়র ও সিনিয়র ভারত্তোলক হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশীপ শিরোপা জেতেন। ২০১৫ সালে বিশ্ব চ্যাম্পিয়নশীপে ১০৫ কেজি ওজন শ্রেণীতে ক্যারিয়ারের সেরা অর্জন করেন লায়ন। রেকর্ড গড়ে ক্লিন এন্ড জার্কে ২৪৬ কেজি করে মোট ৪৩৭ কেজি তোলেন ৫ফিট ৯ইঞ্চি লম্বা এ কাজাক ভারত্তোলক। ২০০৫ সালে দোহায় ৮৫ কেজি ওজন শ্রেণীতে স্বণ জেতেন লায়ন। এরপর ২০০৬ সালে সান্তো ডোমিঙ্গোতে ৯৪ কেজি, ২০১১ সালে প্যারিসে ৯৪ কেজি এবং ২০১৪ সালে আলমাটিতে ১০৫ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জেতেন লায়ন। ২০০৮ সালে বেইজিং অলিম্পিক গেমসে ৯৪ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জেতেন লায়ন। এরপর ২০১২ সালে লন্ডল অলিম্পিকে ৯৪ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জেতেন এ তারকা ভারত্তোলক। এরআগে ২০০৬ সালে দোহা এশিয়ান গেমসে ৯৪ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জেতেন কাজাকিস্তানের এ ভারত্তোলক। এরপর ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে ৯৪ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জেতেন লায়ন। ২০০৫, ২০০৬, ২০১৪ ও ২০১৫ সালে মোট চার বার আন্তর্জাতিক ভারত্তোলন ফেডারেশনের বর্ষসেরা ভারত্তোলক হন লায়ন।