বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ধারা সংশোধনে হাইকোর্টের রায় বহাল
প্রকাশিত : ০৬:২০ পিএম, ২৪ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:২০ পিএম, ২৪ মে ২০১৬ মঙ্গলবার
বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ধারা সংশোধনে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দিয়ে ৫৪ ও ১৬৭ ধারার সংশোধন সাপেক্ষে হাইকোর্টের ১৫টি নির্দেশনা এই রায় বহাল রাখা হলো। এর ফলে বিনা পরোয়ানায় বা সাদা পোশাকে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারবে না। জিজ্ঞাসাবাদ করতে হবে স্বচ্ছ কাঁচের ঘরে। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সকালে এই রায় দেন।
ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের পক্ষে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গেল ২২ মার্চ আপিল আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের ওপর শুনানি শেষ হয় ১৭ মে। মঙ্গলবার হাইকোর্টের রায় বহাল রাখেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ
হাইকোর্টের নির্দেশনায় বলা হয়- বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে না এবং গ্রেপ্তারের তিন ঘণ্টার মধ্যে কারণ জানাতে হবে। এছাড়া, সাদা পোশাকে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারবে না, জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে। আপীলের রায়ের প্রতিক্রিয়ায় এটর্নী জেনারেল মাহবুবে আলম বলেন, মানবাধিকার রক্ষায় আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত
১৯৯৮ সালে রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেফতার করার পর ওই বছরের ২৩ জুলাই মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ-কার্যালয়ে তার মৃত্যু হয়। এঘটনার পর বাংলাদেশ লিগ্যাল এইড- ব্লাস্ট একটি রিট করলে ২০০৩ সালের ৭ এপ্রিল কয়েকদফা নির্দেশনা দিয়ে রায় দেয় হাইকোর্ট। রিট আবেদনকারী পক্ষের অন্যতম আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন, ১৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটল।
তবে হাইকোর্টের রায়ের ১৫টি নির্দেশনা সংশোধন সাপেকক্ষে নীতিমালা করবে আপীল বিভাগ।