ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি(ভিডিও)

প্রকাশিত : ১০:৫৮ এএম, ২ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ১১:৩১ এএম, ২ এপ্রিল ২০১৮ সোমবার

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে যাচ্ছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিবেশ না থাকলেও আন্দোলনের অংশ হিসেবেই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে লিফলেট বিতরন কর্মসূচী পালন করেছে দলটি।

চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন নিয়ে যৌথ সভা করে বিএনপি।

দীর্ঘ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, পরিবেশ না থাকলেও আন্দোলনের অংশ হিসেবে দুই সিটি নির্বাচনে যাবে বিএনপি।

এদিকে চেয়ারপার্সনের মুক্তির দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে লিফলেট বিতরন করে বিএনপি।

ঢাকার মহাখালী ও উত্তরায় লিফলেট বিতরন করেন স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর মইন খান।

রাজধানীর নয়াপল্টনে লিফলেট বিতরনে অংশ নেন বিএনপি মহাসচিব।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

রাজধানীতে লিফলেট বিতরন কর্মসূচীতে আইনশৃংখলা বাহিনীর বিরুদ্ধে বাধা দেয়ার অভিযোগ করেছে দলটি।

দেশের আরো বেশ কয়েক জায়গায় শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করে বিএনপি।