ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

গাজায় ফের ইসরায়েলি গুলি

অভিযান চলবে: নেতানিয়াহু

প্রকাশিত : ১১:৪৬ এএম, ২ এপ্রিল ২০১৮ সোমবার

ফিলিস্তিনের গাজায় ফের গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল রোববার গাজা ও ইসরায়েল সীমান্তের কাছে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালালে অন্তত ১১ বিক্ষোভকারী আহত হন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদুলো নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার পূর্ব সীমান্তে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এর আগে গত শুক্রবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভূমি দিবসে গুলি চালিয়ে ১৭ বিক্ষোভকারীকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ওই সময় তাদের গুলিতে অন্তত দেড় হাজার জন আহত হন। এদিকে গাজায় ফিলিস্তিনি আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘসহ বেশ কয়েকটি সংগঠন।

তবে আন্তর্জাতিক সমালোচনার তোয়াক্কা না করে ইসরায়েলের প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে অভিযান চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন।

সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি
এমজে/