ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

পরিবর্তন হলো ৫ জেলার ইংরেজি নামের বানান

প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২ এপ্রিল ২০১৮ সোমবার

পাঁচ জেলার নামের বানান পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন হওয়া জেলাগুলো হলো চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, বরিশাল ও যশোর। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বানান পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলা নামের সঙ্গে সামঞ্জস্যতা আনতে এই পরিবর্তন করা হয়েছে বলে জানান সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম।

নামের বানানে `Chittagong` এর পরিবর্তে `Chattogram`, `Comilla` এর পরিবর্তে `Cumilla`, `Barisal` এর পরিবর্তে `Barishal`, `Jessore` এর পরিবর্তে `Jashore` এবং `Bogra` এর পরিবর্তে `Bogura`, করা হয়েছে।’


এমএইচ/ এআর