মেন্ডেলার সাবেক স্ত্রী উইনী আর নেই
প্রকাশিত : ১১:০৯ পিএম, ২ এপ্রিল ২০১৮ সোমবার
দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলার সাবেক স্ত্রী উইনী মাদিকিজেলা আর নেই। ৮১ বছর বয়সে আজ সোমবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।
নেলসন ম্যান্ডেলার স্ত্রী হওয়া ছাড়াও বর্ণবাদ বিরোধী আন্দোলনের জন্য ব্যাপক জনপ্রিয় ছিলেন উইনী মাদিকিজেলা। নেলসন ম্যান্ডেলার জেল থেকে বের আসার পর উইনীর হাতে হাত রেখে যে অভিবাদন জানান; সেই ছবিটিই বর্ণবাদ বিরোধী আন্দোলনকারীদের প্রতীক হয়ে ওঠে।
তবে পরবর্তী সময়ে রাজনৈতিক এবং আইনগত দিক দিয়ে তাঁর সুনামে কিছুটা ভাটা পরে।
উইনীর পরিবারের মুখপাত্র ভিক্টর লামিনি জানান, “আজ সোমবার বিকেলে পারিবারিক সদস্য এবং শুভান্যুধায়ীদের উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি”। এ বছরের শুরু থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন উইনী। হাসপাতালে চিকিৎসাও নিচ্ছিলেন তিনি।
উইনী মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বাণী দিয়েছেন বিশিষ্টজনেরা।
সাবেক আর্চবিশপ এবং নোবেল জয়ী ডেসমন্ড টুটু উইনীকে ‘বর্ণবাদের বিপক্ষে সংগ্রামের প্রতীক’ উল্লেখ করে বলেন, “তাঁর সাহসী কর্মকাণ্ড আমাকে অনুপ্রাণিত করেছে। এই প্রজন্মের সকল আন্দোলনকারীদের অনুপ্রাণিত করেছে”।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, “মামা উইনীর মৃত্যুতে আমাদের আদর্শের ধারক বাহক এমন অল্প যেকজন ব্যক্তি ছিলেন এমন এক জনকে আমরা হারালাম। তিনি এমন একজন ছিলেন যিনি আমাদেরকে বলতেন কোনটি সঠিক আর কোনটি ভুল। আমরা তাঁর দিকনির্দেশনা থেকে বঞ্চিত হব”। আজ সন্ধ্যায় উইনী মেন্ডেলার বাসায় যাবেন প্রেসিডেন্ট রামাফোসা।
উইনী মেন্ডেলার বিষয়ে আরও তথ্য
- ১৯৩৬ সালে ইস্টার্ন কেপ শহরে জন্মগ্রহণ করেন উইনী।
- একজন দক্ষ সমাজকর্মী হিসেবে ১৯৫০ সালে নেলসন মেণ্ডেলার সাথে প্রথবারের মত দেখা হয় তাঁর।
- ১৯৫৭ সালে বিয়ে করেন দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে।
- দীর্ঘ ৩৮ বছর তাদের সংসার টিকে থাকে। তবে এর বেশিরভাগ সময়েই জেলে বন্দী ছিলেন নেলসন ম্যান্ডেলা।
- ম্যান্ডেলাকে জেলে নেওয়ার ৫ বছর পর উইনীকেও জেলে নেয় সেসময়ে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকার।
- স্টম্পি সেইপেই নামের এক ১৪ বছর বয়সী কিশোর মিলিট্যান্টকে কিডন্যাপ এবং হত্যায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে ছয় বছরের জেল হয় তাঁর। তবে পরে শাস্তি কমিয়ে আর্থিক জরিমানা করা হয় তাঁকে।
- ১৯৯৬ সালে নেলসন ম্যান্ডেলার সাথে বিবাহ বিচ্ছেদ হয় উইনীর। অবশ্য এর দুই বছর আগে থেকেই আলাদা বসবাস করতেন দুই জন।
- ডিভোর্স হলেও ম্যান্ডেলার সাথে তাঁর সদ্ভাব বজায় ছিল। এমনকি বিবাহবিচ্ছেদের পরেও নেলসন ম্যান্ডেলার পদবী ‘মেন্ডেলা’ নিজের নামের শেষে ব্যবহার করতেন উইনী মাদিকিজেলা ম্যান্ডেলা।
সূত্র: বিবিসি
//এস এইচ এস//টিকে