ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

অসাম্প্রদায়িকতার মুক্ত কন্ঠস্বর; দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুল ইসলাম

প্রকাশিত : ১১:৩১ এএম, ২৫ মে ২০১৬ বুধবার | আপডেট: ১১:৩১ এএম, ২৫ মে ২০১৬ বুধবার

অসাম্প্রদায়িকতার মুক্ত কন্ঠস্বর; দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুল ইসলামের একশ সতেরতম জন্মজয়ন্তি আজ। সকালে কবির সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ সব শ্রেনী পেশার মানুষ । এসময় বিশিষ্টজনেরা বলেন, একবিংশ শতাব্দির সাম্প্রদায়িকতা আর জঙ্গীবাদের বিরুদ্ধে কবি নজরুল বলিষ্ঠ হাতিয়ার। সাম্যের গান আর বিদ্রোহের আগুন ঝরেছে তার লেখনিতে । গান, কবিতা কিংবা নাটক; সাংস্কৃতির প্রায় সবকটি মাধ্যমেই বিচরন তার।বিশ্বজনীন প্রেম ছড়িয়ে বার্তা দিয়েছেন মানবতার, তিনি বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম । একশ সতেরতম জন্মজয়ন্তিতে কালজয়ী এই কবিকে স্মরন করছে গোটা জাতি। ভোর থেকেই জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় জমান সব শ্রেনী পেশার মানুষ। কবির পরিবার, সংস্কৃতি মন্ত্রনালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এসময় তারা জানান, সব্যসাচী এই কবির আদর্শকে আকড়ে ধরা এখন সময়ের দাবী । সংস্কৃতি জনেরাও একবিংশ শতাব্দিতে নজরুলের সাম্যবাদের চেতনা ধারনের আহবান জানান কবি পরিবারের সদস্যরা জানান, গোটা বাঙালী জাতি নজরুল পরিবারের সদস্য । এদিকে জাতীয় কবির জন্মজয়ন্তিতে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ।