মোস্তাফিজের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সে নাফিস
প্রকাশিত : ১২:১৭ এএম, ৩ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
আইপিএলের ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মাহেলা জয়াবর্ধনে। মাহেলা জয়াবর্ধনের ইচ্ছাতেই নাফিসকে মোস্তাফিজের দোভাষী এবং সমন্নয়কারী হিসেবে উড়িয়ে নেওয়া হলো ইন্ডিয়াতে। সোমবার সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন নাফিস ইকবাল।
নাফিস ইকবাল নিজের ফেসবুক পেজে এই তথ্য নিজেই লিখেছেন।তিনি লিখেছেন, ‘কাজ এবং অভিজ্ঞতা মাত্র শুরু হলো... #মুম্বাই ইন্ডিয়ান্স।’
এরই মধ্যে ফেসবুকে নাফিস ইকবালকে শুভেচ্ছা জানিয়েছেন তার অনূর্ধ্ব-১৭ দলে এক সঙ্গে ক্যারিয়ার শুরু করা বন্ধু মাশরাফি বিন মর্তুজা। তিনি লিখেছেন, ‘বেস্ট অব লাক বন্ধু। গুড অপরচুনিটি।’
এমএইচ/টিকে