ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৪ ১৪৩১

৬শ রোগী ক্ষতিগ্রস্থ অঙ্গ প্রত্যঙ্গ সরবরাহের ব্যবস্থা করেছে ভারতীয় হাই কমিশন

প্রকাশিত : ০৮:১১ পিএম, ২৫ মে ২০১৬ বুধবার | আপডেট: ০৮:১১ পিএম, ২৫ মে ২০১৬ বুধবার

আর্থিকভাবে অসচ্ছল ৬শ রোগী ক্ষতিগ্রস্থ অঙ্গ প্রত্যঙ্গের সহ কৃত্তিম পা সরবরাহের ব্যবস্থা করেছে ভারতীয় হাই কমিশন। ভবিষ্যতে এ সহযোগিতা অব্যহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। রাজধানীর পঙ্গু হাসপাতালের অর্থোপেডিক পুনর্বাসন ইউনিট পরিদর্শন করে তিনি এ আশ্বাস দেন। ভারতের জয়পুরের বেসরকারী সংস্থা বিএমভিএসএস মাসব্যপী একটি প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনীও একই সাথে সম্পন্ন হয়। সেখানে বিনা খরচে এসব উপকরণ সরবরাহ করা হয়। শারিরীকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য জয়পুরের প্রযুক্তির কৃত্তিম পা তৈরির জন্য কারিগরি প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে প্রতিষ্ঠানটি। পরে সাংবাদিকদের সংগে আলাপকালে ভারতীয় হাই কমিশনার জানান, এ সহযোগিতা অব্যহত থাকবে।