প্রাথমিকে এমসিকিউ বাদ এ বছর থেকেই
প্রকাশিত : ০১:০৫ পিএম, ৩ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থেকেই বাদ দেওয়া হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ)। এর বদলে সব প্রশ্নই হবে কাঠামোবদ্ধ বা সৃজনশীল প্রশ্নে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এমসিকিউর বদলে সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করা হবে বলে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানও। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে পঞ্চম শ্রেণির বৃত্তির ফলাফল প্রকাশের পর মন্ত্রী এ তথ্য জানান।
এর আগে সোমবার জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি এ বিষয়ে আদেশ জারি করে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে এ বিষয়ে আদেশ জারি করা হয়।
জানা গেছে, খুব শিগগিরই নতুন নিয়মে প্রশ্নপত্রের কাঠামো চূড়ান্ত করে একাডেমির ওয়েবসাইটে দেওয়া হবে এবং সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
তবে শিক্ষাবর্ষ শুরুর তিন মাস পর এ সিদ্ধান্ত নেওয়ায় অভিভাবক ও শিক্ষকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ ধরনের বড় সিদ্ধান্ত কার্যকরের জন্য অন্তত এক বছর আগে ঘোষণা দেওয়া উচিত বলে মনে করেন অনেক অভিভাবক।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন করে আদেশ জারি করেছিল প্রাথমিক শিক্ষা একাডেমি। এর দেড় মাসের মধ্যে আবারও নতুন সিদ্ধান্ত নেওয়া হলো।
একে// এআর