‘যাই কিছুই হোক বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে’
প্রকাশিত : ০৪:২০ পিএম, ৩ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, যা কিছুই হোক বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। মঙ্গলবার দুপুরে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মহৎ উদ্দেশ্য নিয়ে এই দুদক আমরাই করেছিলাম। কিন্তু এটা এখন সরকারের তল্পিবাহক প্রতিষ্ঠান। মিথ্যা অর্থপাচারের অভিযোগে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অনুসন্ধান করছে তারা। এর উদ্দেশ্য একটাই। বিএনপি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে। আওয়ামী লীগ জানে বিএনপি নির্বাচনে অংশ নিলে তাদের ভরাডুবি হবে। তাই বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে চরিত্র হনন করা হচ্ছে। কিন্তু আমরা হাল ছেড়ে দেবো না। যত যাই কিছু করেন না কেন বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলীয় সভানেত্রী হিসেবে নৌকায় ভোট চাওয়া তার রাজনৈতিক অধিকার। তার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়ে মওদুদ বলেন, সভানেত্রী হিসেবে আপনি অবশ্যই ভোট চাইতে পারেন। কিন্তু সরকারি খরচে নয়, সেটা হতে হবে দলীয় খরচে। আর সেই একই অধিকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও দিতে হবে।
এসএইচ/