অনিবন্ধিত সিম বন্ধ হয়ে যাচ্ছে ১জুন
প্রকাশিত : ০৮:০২ পিএম, ২৫ মে ২০১৬ বুধবার | আপডেট: ০৮:০২ পিএম, ২৫ মে ২০১৬ বুধবার
পহেলা জুন থেকে বন্ধ হয়ে যাচ্ছে সকল অনিবন্ধিত সিম। তবে কাজের প্রয়োজনে বাংলাদেশের বাইরে যারা রয়েছেন, তাদের কথা মাথায় রেখে পরবর্তী ১৮ মাস এটি চালু রাখার সুযোগ থাকবে বলে জানিয়েছে বিটিআরসি।
বুধবার বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন বিটিআরসির নিজ কার্যলয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। একই সঙ্গে গ্রাহকের টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে ২৮৭২ শর্টকোর্ডসহ কলসেন্টার চালু করা হয়েছে। বিটিআরসি জানিয়েছে, ইতোমধ্যে নয় কোটি সত্তর লাখ পঁচাশি হাজার সাতশো একচল্লিশটি সিম নিবন্ধিত হয়েছে। গ্রাহকদের পরিচয় নিশ্চিত করা, টেলিযোগাযোগ খাতের উন্নতি এবং দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু হয়।