নুভিস্তা ফার্মা অধিগ্রহণ করলো বেক্সিমকো
প্রকাশিত : ১২:০০ এএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার
নুভিস্তা ফার্মার বেশির ভাগ শেয়ার (শতকরা ৮৫.২২ভাগ) অধিগ্রহণ করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নুভিস্তা ফার্মা (পূর্বে অরগানন বাংলাদেশ লিমিটেড নামে পরিচিত) হরমোন এবং স্টেরয়েড ওষুধ প্রস্তুতকারি কোম্পানিগুলোর মধ্যে অনত্যম। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত অধিগ্রহণের লক্ষ্যে গত বছরের ৫ অক্টোবর উভয় কোম্পানি একটি শর্তহীন সমঝোতা চুক্তি করে। ২০১৮ সালের ১৮ জানুয়ারি উভয় পক্ষ চুক্তিটি সম্পন্ন করতে একমত হয়। বর্তমানে নুভিস্তা ফার্মায় সরকারের ১২.৯২ ভাগ শেয়ার রয়েছে।
বাংলাদেশে ওষুধ শিল্পের ইতিহাসে এটাই প্রথম অধিগ্রহণ। এ উপলক্ষে সোমবার (২ এপ্রিল) রাজধানীর রেডিসন ব্লুতে একটি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু।
তিনি দেশের অর্থনীতিতে ওষুধ শিল্পের অবদানের জন্য এ শিল্পে জড়িত সকলের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া এ শিল্পের রফতানি বিকাশে সরকারের নানাবিধ সহযোগিতার কথাও জানান তিনি।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি এবং নুভিস্তা ফার্মার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আখতার মতিন চৌধুরী। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যাংক, ওষুধ শিল্প, ওষুধ প্রশাসন অধিদফতর এবং বেক্সিমকো এবং নুভিস্তা ফার্মার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রবৃদ্ধির কৌশল হিসেবে দেশের ওষুধ শিল্পের ইতিহাসে প্রথম অধিগ্রহণ সম্পন্ন করতে পেরে আমরা গর্বিত। নুভিস্তা অধিগ্রহণের মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন এবং হরমোন এবং স্টেরয়েড মার্কেটে অবস্থান দৃঢ় হবে। নুভিস্তার মৌলিক ওষুধগুলো পণ্যের সমাহার বৃদ্ধি করবে এবং নিকট ভবিষ্যতে দেশের রাজস্ব বাড়বে।
উল্লেখ্য, বেক্সিমকো ফার্মা দেশের নেতৃস্থানীয় ওষুধ উৎপাদন ও রফতানিকারক প্রতিষ্ঠান। বিশ্বের ৫০টিরও বেশি দেশে বর্তমানে বেক্সিমকো ফার্মা ওষুধ রফতানি করছে। দেশের প্রথম এবং একমাত্র কোম্পানি হিসেবে যুক্তরাষ্ট্রে ওষুধ রফতানি করছে বেক্সিমকো ফার্মা।
আরকে//টিকে