ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

মুক্তি পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশিত : ০৮:১৮ এএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর তিনি ছাড়া পান। এ কথা নিশ্চিত করেছেন যুবদল নেতা কফিল উদ্দিন ভূঁইয়া।

বিএনপির অভিযোগ, গত ৩০ জানুয়ারি মঙ্গলবার রাত ১০টায় গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে গোয়েন্দা পুলিশ গয়েশ্বর রায়কে তুলে নেয়। সে সময় ডিমএপি কমিশনার একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বলেছিলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

এসএ/