বাংলা নববর্ষ উপলক্ষে শাড়ি তৈরিতে তাঁতীরা ব্যস্ত(ভিডিও)
প্রকাশিত : ১০:৪৭ এএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার
বাঙালীর সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ উপলক্ষে বাহারী শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তাঁতীরা। বাঙালী ঐতিহ্যের সাথে মিল রেখে নিখুঁত বুননে এ’সব শাড়িতে আনা হয়েছে ভিন্নতা। ভারতের বাজারেও চাহিদা রয়েছে এখানকার শাড়ির। এবার বৈশাখে শত কোটি টাকার শাড়ি বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা।
সিরাজগঞ্জের তাঁতীরা সারা বছর শাড়ী, লুঙ্গী, ধুতি-গামছা আর থ্রি-পিস তৈরিতে ব্যস্ত থাকেন। তবে, দুই ঈদ ও পূজার সময় জমে উঠে বেচাকেনা। বছর দশেক ধরে এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলা নববর্ষের বাজার।
আসন্ন নববর্ষ উপলক্ষে দিনরাত কাজ করছেন বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুরসহ সিরাজগঞ্জের অন্যান্য স্থানের তাঁত শ্রমিকরা।
দেশের পাশাপাশি ভারতেও বেড়েছে এখানকার তাঁতের শাড়ির চাহিদা। উন্নত সুতায় নিখুঁত বুনন শৈলীতে তৈরি এ’সব শাড়ী নিতে আসেন সেখানকার ব্যবসায়িরা।
ব্যবসা ভাল হওয়ায় খুশি তাঁত ব্যবসায়ি ও বৈশাখী শাড়ি প্রিন্টিং কারখানার সাথে জড়িতরা।
এবার নববর্ষে শত কোটি টাকার শাড়ি বিক্রির আশা সংশ্লিষ্টদের।
বাংলা নতুন বছরের অনুষ্ঠান উপলক্ষে এখানকার ৩৫ শতাংশ সুতি শাড়ি ভারতে রপ্তানী হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা।