ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

খালেদা জিয়ার মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রকাশিত : ০৮:১১ পিএম, ২৫ মে ২০১৬ বুধবার | আপডেট: ০৮:১১ পিএম, ২৫ মে ২০১৬ বুধবার

বিচারিক আদালতে দ্রুত নিস্পত্তির নির্দেশ দিয়ে খালেদা জিয়ার নামে করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। এরফলে দীর্ঘদিন আটকে থাকা এই মামলার কার্যক্রম আবার শুরু হচ্ছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। তবে, এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান খালেদা জিয়ার আইনজীবী। ২০০৮ সালের ২৬ ফেব্র“য়ারি তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের নামে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা হয়। ওই বছরের ৫ অক্টোবর অভিযোগপত্র দেয় দুদক। খালেদা জিয়া মামলাটি বাতিলের আবেদন করলে ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্ট এর কার্যক্রম স্থগিত করে। হাইকোর্টের ওই আদেশ আপিল বিভাগেও বহাল থাকায় আটকে যায় বিচার প্রক্রিয়া। দীর্ঘদিন পর দুদক মামলাটি সচল করার উদ্যোগ নিলে হাইকোর্টের দেয়া রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়। গত ১৭ সেপ্টেম্বর রায় দেয় হাইকোর্ট। প্রায় আট মাস পর হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। এতে বিচারিক আদালতকে দ্রুত মামলাটি নিষ্পত্তি করতে বলা হয়েছে বলে জানান দুদকের আইনজীবী। তবে, এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন খালেদার জিয়ার আইনজীবী। এদিকে, অবরোধের মধ্যে যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার ঘটনায় করা মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ ২৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।