রংপুরের বিশেষ পিপি রথীশ চন্দ্রের মৃতদেহ উদ্ধার(ভিডিও)
প্রকাশিত : ১০:৪৯ এএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার
নিখোঁজের ৫দিন পর রংপুরের বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাজহাট মোল্লাপাড়ার একটি নির্মানাধীন বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রথীশ চন্দ্রের স্ত্রী দীপা ভৌমিক ও তার কথিত প্রেমিক কামরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার রাত ২টার দিকে রংপুর নগরীর তাজহাট মোল্লাপাড়ার একটি নির্মানাধীন বাসা থেকে রথীশ চন্দ্র ভৌমিকের বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করে র্যাব। পায়ের জুতা দেখে মৃতদেহ সনাক্ত করেন তার ছোটভাই সুশান্ত ভৌমিক।
এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে রথীশ ভৌমিকের স্ত্রী দীপাকে আটক করে র্যাব। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, তার স্বামীর মৃতদেহ কামরুল ইসলাম জাফরীর বড় ভাই খাদেমুল ইসলামের নির্মানাধীন বাসায় আছে।
পুলিশ জানায়, দীপা ও তার কথিত প্রেমিক কামরুল দুজনেই তাজহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাদের পরকীয়ার বলি হয়েছেন রথীশ চন্দ্র ভৌমিক।
গত ৩০ মার্চ থেকে আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক নিখোঁজ হন। পরের দিন নগরীর রাধাবল্লভ এলাকা থেকে দীপার প্রেমিক কামরুলকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে কামরুল।