সুন্দরবন রক্ষায় ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগ নেয়ার পরামর্শ বিশিষ্টজনদের
প্রকাশিত : ০৮:১০ পিএম, ২৫ মে ২০১৬ বুধবার | আপডেট: ০৮:১০ পিএম, ২৫ মে ২০১৬ বুধবার
পরিবেশ বিপর্যয়ের কবল থেকে সুন্দরবনকে রক্ষায় যৌথভাবে ভারত ও বাংলাদেশের প্রশাসনিক উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। পাশাপাশি সুন্দরবনে বসবাসকারী জনগোষ্ঠীর কিছু অংশ সরিয়ে নেবারও আহবান তাদের। এছাড়া, সুন্দরবন বিষয়ে দু’দেশের মধ্যে সমঝোতা স্মারক বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকরী পদক্ষেপ নিতে তাগিদ দেন তারা।
বিশ্বের সবচে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। ৩শ ৩৩ প্রজাতির গাছ, ৪শ প্রজাতির মাছ, প্রায় ৩শ প্রজাতির পাখি আর বণ্যপ্রাণীর অভয়ারণ্য। বন্যা, জলোচ্ছাস আর ঘূর্ণিঝড়ের কবল থেকে আগলে রেখেছে বাংলাদেশকে।
বাংলাদেশের সীমানার বাইরে ভারতের একটি অংশ জুড়ে রয়েছে সুন্দরবন। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর সুন্দরবনের পরিবেশ রক্ষায় দুই দেশের মধ্যে সমঝোতা হয়। তবে বাস্তবায়নে উদ্যোগ ছিল না।
রাজধানীর পলিসি রিসার্চ ইন্সটিটিউটে দুই দেশের উচ্চ পদস্থদের নিয়ে এক সেমিনারে তাগিদ আসে সুন্দরবনের পরিবেশ ভারসাম্য বজায় রাখার।
বক্তারা বলেন, সুন্দরবনে কার্বনের পরিমান স্বতন্ত্র রাখা ও বসবাসকারীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
রাজস্ব আদায়সহ বৃহত্তর স্বার্থ বিবেচনায় দু’দেশকেই আন্তরিক হবার পরামর্শ আসে সেমিনারে।