ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে উত্তরার বাসায় নেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি মহাসচিব এখন সুস্থ আছেন।

জাতীয়তাবাদী চিকিৎসক দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মীর ফাওয়াজ হোসেন শুভ বলেন, ‘স্যার এখন সুস্থ আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেওয়ায় তিনি বাসায় চলে গেছেন।’

উল্লেখ্য, গত সোমবার সকালে উত্তরার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। পরে সকাল ১০টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে আছেন। গতকাল মঙ্গলবার সকালে তার এনজিওগ্রাম হয়েছে।

একে// এআর